আরব ভূমিতে ডিজিটাল বিপ্লব! Google Pay চালু হতেই কী ঘটবে সৌদি আরবের অর্থনীতিতে? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেনের জোয়ারে এবার শামিল হলো সৌদি আরব। দেশটির সেন্ট্রাল ব্যাংক আনুষ্ঠানিকভাবে Google Pay চালুর ঘোষণা দিয়েছে। এর ফলে এখন থেকে সৌদি আরবের গ্রাহকরা তাদের ডেবিট ও ক্রেডিট কার্ড Google Wallet-এ যোগ করে স্মার্টফোন বা স্মার্টওয়াচের মাধ্যমে সহজেই contactless পেমেন্ট করতে পারবেন। দোকান, রেস্টুরেন্ট থেকে শুরু করে দৈনন্দিন সব লেনদেন আরও দ্রুত ও নিরাপদ হবে। ভিশন ২০৩০-এর লক্ষ্য সামনে রেখে সৌদি সরকার নিজেদের অর্থনীতিকে একটি ক্যাশলেস সোসাইটিতে রূপান্তরিত করার যে পরিকল্পনা নিয়েছে, Google Pay-এর এই লঞ্চিং সেই যাত্রায় একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

শুধু Google Pay নয়, একই অনুষ্ঠানে Alipay+ চালুরও ঘোষণা দেওয়া হয়েছে। এই সেবার মাধ্যমে হজ ও উমরাহ উপলক্ষে আসা আন্তর্জাতিক পর্যটকরা নিজ দেশের ই-ওয়ালেট যেমন Alipay, WeChat Pay ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। মুদ্রা বিনিময়ের ঝামেলা ছাড়া সরাসরি ডিজিটাল ওয়ালেট থেকে খরচ মেটানো যাবে, যা পর্যটন অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই দুটি নতুন পেমেন্ট পদ্ধতি চালু হওয়ায় সৌদি আরবের ই-কমার্স, রিটেল ব্যবসা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল অন্তর্ভুক্তির ওপর ব্যাপক প্রভাব পড়বে। একই সাথে ব্যাংকিং সেক্টরেও নতুন প্রতিযোগিতা শুরু হবে, যা ডিজিটাল ফিনটেক সেবাকে আরও উন্নত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *