অধ্যাপিকার জালে তিনদিনের শিশু! ‘ভালোভাবে মানুষ করতে চেয়েছিলাম’ বললেন অভিযুক্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় তিনদিনের এক নবজাতক অপহরণের ঘটনার রহস্য তিনদিনের মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। সিন্থি থেকে অপহৃত শিশুটিকে কসবার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় পদার্থবিদ্যার এক অধ্যাপিকা-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, এই ধরনের একটি ঘটনায় একজন অধ্যাপিকার জড়িত থাকার বিষয়টি তাদেরকেও বিস্মিত করেছে।

জিজ্ঞাসাবাদে অধ্যাপিকা দাবি করেছেন, তিনি রাস্তার শিশুদের ভালোভাবে বড় করার উদ্দেশ্যেই তাদের নিজের কাছে নিয়ে যান। তার দাবি, অপহরণের পেছনে তার উদ্দেশ্য মহৎ। তবে, এই ধরনের অদ্ভুত যুক্তির আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা মহানগরীর মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *