আপনার বাড়ির স্বপ্ন ভেঙে যাচ্ছে কেন সুপ্রিম কোর্ট কী এমন বলল? – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের লাখ লাখ মানুষ মাসের পর মাস ইএমআই দিয়েও নিজেদের বাড়ির স্বপ্ন পূরণ করতে পারছেন না। এর কারণ আসাম্পূর্ণ আবাসন প্রকল্প। এই গুরুতর সমস্যা নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সরকার এই পরিস্থিতিতে ‘নীরব দর্শক’ হয়ে থাকতে পারে না। আদালতের পর্যবেক্ষণ, ‘বাসস্থানের অধিকার’ শুধুমাত্র একটি চুক্তি নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের অংশ। তাই বাড়ি ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।
আদালত সরকারকে পরামর্শ দিয়েছে, বন্ধ হয়ে যাওয়া বা মাঝপথে থেমে থাকা প্রকল্পগুলোকে নতুন করে আর্থিক সহায়তা দিতে হবে। প্রয়োজনে সরকার নিজেই এই প্রকল্পগুলি অধিগ্রহণ করে শেষ করার উদ্যোগ নিতে পারে। সুপ্রিম কোর্টের মতে, এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার একটি নতুন কর্পোরেট সংস্থা গঠন করতে পারে অথবা সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে কাজ করতে পারে। এই সংস্থাগুলির মূল কাজ হবে বন্ধ প্রকল্পগুলি শনাক্ত করা এবং ক্রেতাদের হাতে সম্পূর্ণ বাড়ি তুলে দেওয়া। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের এই রায় খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।