মেসি ম্যাজিক! মায়ামির হয়ে রেকর্ড গড়ে শীর্ষে মেসি, ডিসি ইউনাইটেডকে হারাল ইন্টার মায়ামি – এবেলা

এবেলা ডেস্কঃ
আর্নেস্টো মেসি (Lionel Messi) আবারো দেখালেন কেন তাকে ফুটবলের জাদুকর বলা হয়। ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে তার জোড়া গোলের সুবাদে ইন্টার মিয়ামি ৩-২ গোলে জয় লাভ করেছে। এই জয়ের ফলে মেসি মেজর লিগ সকারে তার মোট গোল সংখ্যা ২১ ও ২২-এ নিয়ে গেছেন, যা তাকে গোলদাতার তালিকায় শীর্ষে তুলেছে। খেলার ৩৫তম মিনিটে তার ১২তম অ্যাসিস্টে তাদেও অ্যালেন্ডে প্রথম গোলটি করেন। এটি তার মরশুমের ১২তম অ্যাসিস্ট, যা লিগে চতুর্থ সর্বোচ্চ। ইন্টার মিয়ামি প্রথমার্ধের খেলা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধে, ৫৩তম মিনিটে ক্রিশ্চিয়ান বেন্টেকে গোল করে ডিসি ইউনাইটেডকে সমতায় ফেরান। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ আবারও ইন্টার মিয়ামির হাতে আসে যখন লিওনেল মেসি ৬৬তম ও ৮৫তম মিনিটে দুটি দুর্দান্ত গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের অতিরিক্ত সময়ে জ্যাকব মুরেল ডিসির হয়ে একটি গোল শোধ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। এই জয়ের পর মিয়ামি এখন বুধবার নিউ ইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে।
How does Messi from deep still make these perfect backline breaking passes, man? This is like Pirlo or Busquets at their prime, except he is Messi and he is 38. 🤯pic.twitter.com/u2QQRzrkvx
— Barça Touchline (@BarcaTouchline) September 21, 2025