অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ, টস জিতে অজিদের চমক! – এবেলা

এবেলা ডেস্কঃ
বহু প্রতীক্ষিত অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডে ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের এই লড়াই দেখতে মুখিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতেই টসে জিতে সবাইকে চমকে দিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের নেতৃত্বভার সামলাচ্ছেন আয়ুষ ম্হাত্রে, যিনি বৈভব সূর্যবংশীসহ দলের বাকি তরুণ প্রতিভাদের নিয়ে অস্ট্রেলিয়ার দেওয়া রানের লক্ষ্য তাড়া করতে প্রস্তুত।
এই ম্যাচে নজর থাকবে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের তরুণ ক্রিকেটারদের দিকে, যারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি। স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিওহটস্টার অ্যাপে সরাসরি সম্প্রচারিত এই ম্যাচে আয়ুষ ম্হাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু, আর এস অম্বরিশ, কনিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল ও কিষাণ কুমারের মতো খেলোয়াড়রা নিজেদের জাত চেনাতে চাইবেন।