পটনায় মুক্তিপণের জন্য অপহরণ, ভয়ংকর হুমকি, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করে ৪ জনকে ধরল পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের আবহে বিহারে দুষ্কৃতীরাজ ক্রমশ বেড়ে চলেছে। পাটনার রামকৃষ্ণ নগর স্টেশনের কাছে কাজ থেকে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। শুক্রবার রাতে ব্যস্ত রাস্তা থেকেই অপহরণের এই ঘটনাটি ঘটে। অপহরণকারীরা ওই ব্যক্তির স্ত্রীর কাছে ২.৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয় যে পুলিশকে জানালে অথবা টাকা না দিলে অপহৃত ব্যক্তিকে খুন করে দেহ গঙ্গা নদীতে ফেলে দেওয়া হবে।

এই ভয়ংকর হুমকির পরেও দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনার সঙ্গে জড়িত ৬ জন অভিযুক্তের মধ্যে ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *