নিয়োগ দুর্নীতিতে এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিপুল সম্পত্তির খোঁজ! – এবেলা

এবেলা ডেস্কঃ
নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম জড়িয়েছে। গত শুক্রবার বীরভূমের মুরারইয়ের কিষাণ মান্ডি এলাকায় তাঁর একাধিক হিসাব বহির্ভূত সম্পত্তির খোঁজ পান ইডি আধিকারিকরা। এর ভিত্তিতেই ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে তিনি বর্তমানে অন্তবর্তী জামিনে রয়েছেন। আদালতের পরবর্তী নির্দেশনার উপর সবকিছু নির্ভর করছে।
শনিবার সকালে সেই মামলার শুনানিতে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন মন্ত্রী। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি আদালতে উপস্থিত হন। ইডি’র পক্ষ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তবে আদালত কী নির্দেশ দেয়, তা এখনও জানা যায়নি। অনেকের মতে, এই মামলায় মন্ত্রীর গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় রাজ্য-রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
Kolkata, West Bengal: Minister Chandranath Sinha appeared before the Bankshall Court in connection with a recruitment corruption case pic.twitter.com/I9rkw4ojLT
— IANS (@ians_india) September 20, 2025