তাজমিন ব্রিটস ও লরা ওলভার্ডের তাণ্ডবে বিধ্বস্ত পাকিস্তান – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
ওয়ানডে বিশ্বকাপের ঠিক ১১ দিন আগে নিজেদের শক্তি প্রদর্শন করল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল তারা। তাজমিন ব্রিটস ও অধিনায়ক লরা ওলভার্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৯২ রানের বিশাল স্কোর গড়ে সফরকারীরা। তাজমিন তার ক্যারিয়ারের সেরা ১৭১ রানের ইনিংস খেলেন, যেখানে লরা ওলভার্ড তার নবম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন।
বিশাল রান তাড়া করতে নেমে পাকিস্তানের সিদ্রা আমিন ১২২ রানের অসাধারণ এক ইনিংস খেললেও শেষ রক্ষা করতে পারেননি। বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হয় এবং ডিএলএস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকা ২৫ রানে জয় লাভ করে। এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিশ্চিত করল তারা।