জম্মু ও কাশ্মীর কিশতওয়ারে নতুন আতঙ্ক, গুলি চালাতেই নিখোঁজ জঙ্গিরা – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে ফের জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া গেছে। গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী গভীর রাতে একটি তল্লাশি অভিযান শুরু করে। আটটার দিকে অভিযান শুরু হতেই জঙ্গিরা অতর্কিত হামলা চালায়।
জবাবে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। জানা গেছে, দুই পক্ষের গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। গুলির লড়াইয়ের মধ্যেই এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গুলির শব্দ শুনে জঙ্গিরা ঘন জঙ্গলের মধ্যে পালিয়ে যায় বলে জানা গেছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।