ঊরফির ম্যাজিক গাউন দেখে অবাক নেটপাড়া – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
নিজের অদ্ভুত পোশাকের জন্য ফের একবার শিরোনামে এসেছেন ফ্যাশনিস্তা ঊরফি জাভেদ। এবার তিনি হাজির হলেন একটি ম্যাজিক গাউন পরে, যা দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঊরফি একটি কালো রঙের পোশাক পরেছেন। সেই পোশাকের বোতাম টিপলেই ম্যাজিকের মতো বেরিয়ে আসছে লম্বা কাগজের স্ট্রিপ, যা দিয়ে তাঁর গাউনের দৈর্ঘ্য ক্রমশ বাড়ছে।
এই নতুন পোশাকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে ঊরফিকে। তাঁর এই উদ্ভাবনী পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জোর আলোচনা। কেউ কেউ তাঁর এই সৃজনশীলতার প্রশংসা করছেন, আবার অনেকেই এর পিছনে কী রহস্য রয়েছে, তা জানতে উৎসুক। তবে ঊরফির এই পোশাক যে সবার নজর কেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই।