বিদেশে আকস্মিক মৃত্যু, জুবিনকে নিয়ে কী লিখলেন মোদী – এবেলা

এবেলা ডেস্কঃ
জনপ্রিয় গায়ক জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় তাঁর। এই শোকাবহ ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, এই খবর শুনে তিনি চমকে উঠেছেন। সঙ্গীত জগতে জুবিন গর্গের বিশাল অবদান মানুষ চিরকাল মনে রাখবে, এমনটাই উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই কঠিন সময়ে জুবিনের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
জানা গেছে, নর্থইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। শুক্রবার রাতে অনুষ্ঠানের ঠিক আগে তিনি স্কুবা ডাইভিংয়ে অংশ নেন। সেখানেই জলের নীচে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দেশজুড়ে জুবিনের অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শোকাহত।