নীরজ চোপড়ার ‘হতাশাজনক’ পারফরম্যান্সের পর পোস্টে কী ইঙ্গিত – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অপ্রত্যাশিত ফল হয়েছে অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার। টোকিওতে ২০২৫ সালের এই আসরে জ্যাভেলিন ফাইনালে অষ্টম স্থানে শেষ করেছেন তিনি। গত ২৫০০ দিনের মধ্যে এই প্রথম শীর্ষ দুইয়ের বাইরে গেলেন নীরজ। এমন হতাশাজনক ফলের পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ভারতীয় এই অ্যাথলিট, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
নিজের পারফরম্যান্সের জন্য কোনো অজুহাত দিতে চাননি নীরজ। বরং, পোস্টে জানান, গত কয়েক সপ্তাহ ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন তিনি। তবে, সেই সমস্যাকে খারাপ ফলের কারণ হিসেবে দাঁড় করাতে চান না। নীরজ ভক্তদের আশ্বাস দিয়েছেন, তিনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন। একইসঙ্গে সচিন যাদবের প্রশংসা করেছেন, যিনি ৮৬.২৭ মিটার থ্রো করে চতুর্থ স্থান অর্জন করেছেন।