প্রধানমন্ত্রীর মোদীর শিখ সঙ্গতে হাত জোড়, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন মূল মন্ত্র – এবেলা

এবেলা ডেস্কঃ
এক অনন্য দৃশ্যে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সম্প্রতি শিখ সঙ্গতের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জনপ্রিয় গায়িকা হর্ষদীপ কউরের গাওয়া মূল মন্ত্র মনোযোগ সহকারে শোনেন। হাত জোড় করে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে মন্ত্র শুনতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সেই মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বহু মানুষ প্রধানমন্ত্রীর এই ভূমিকায় মুগ্ধ হয়েছেন। দেশের সর্বোচ্চ পদে আসীন একজন ব্যক্তির এমন আচরণ দেখে অনেকেই তার প্রশংসা করছেন।
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকে মন্তব্য করছেন, এটি শিখ ধর্মের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা ও সম্মানেরই প্রকাশ। এক ধর্মীয় অনুষ্ঠানে তার এমন অংশগ্রহণ প্রমাণ করে যে সকল ধর্মের প্রতি তার সম্মান রয়েছে। এই ঘটনাটি দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্যবোধের বার্তা দিচ্ছে।
At the meeting with the Sikh Sangat, noted singer Harshdeep Kaur sang a beautiful rendition of the Mool Mantra…@HarshdeepKaur pic.twitter.com/E6vXmLmGuS
— Narendra Modi (@narendramodi) September 19, 2025