জনপ্রিয় গায়ক জুবিন গর্গকে নিয়ে সিঙ্গাপুরে চাঞ্চল্যকর ঘটনা – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
প্রয়াত গায়ক জুবিন গর্গ। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। সূত্রের খবর, সোমবার দুপুর ১টা নাগাদ সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং করার সময় এই দুর্ঘটনা ঘটে। এরপর তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ৫২ বছর বয়সী এই গায়কের হঠাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগীত মহল।
উত্তর-পূর্ব উৎসবে অংশ নিতেই সিঙ্গাপুরে গিয়েছিলেন এই জনপ্রিয় গায়ক। সেখানেই অনুষ্ঠান চলাকালীন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জুবিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উত্তর-পূর্ব উৎসব কর্তৃপক্ষ। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার ভক্ত ও অনুরাগী মহল।