জলপাইগুড়িতে কাপড়ে লেগে থাকা ভাগ্যের এক নির্মম খেলা, নিমিষে উধাও যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ির করলা নদীতে জামাকাপড় পরিষ্কার করতে গিয়ে এক যুবক হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। বর্ষার ভরা নদীতে জলের তোড়ে ভেসে যান কৃষ্ণ রজক (৪২) নামের ওই ধোপা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং শুরু হয়েছে জোরদার তল্লাশি।
জানা গেছে, শুক্রবার সকালে নদীর ধারে জামাকাপড় ধোয়ার জন্য গামলা রেখেছিলেন কৃষ্ণ। হঠাৎ তিনি দেখেন, জলের তোড়ে তাঁর গামলাটি ভেসে যাচ্ছে। সেটি বাঁচাতে গিয়েই তিনি নদীতে নামেন। সাঁতার না জানা সত্ত্বেও তিনি স্রোতের মধ্যে নেমে পড়লে দ্রুত ভেসে যেতে শুরু করেন। তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই তাঁকে জলের মধ্যে অদৃশ্য হতে দেখেন। নিখোঁজ যুবকের সন্ধানে বর্তমানে সিভিল ডিফেন্সের দল তল্লাশি অভিযান চালাচ্ছে। স্থানীয়দের দাবি, তাঁকে শেষবার সমাজপাড়ার দিকে ভেসে যেতে দেখা গিয়েছিল।