ভারতে বিবাহিত মহিলারা সিঁদুর লাগাতে পারেন না এবং চেয়ারে বসাও নিষিদ্ধ। কারণটা জানেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের একটি গ্রামে বিবাহিত মহিলাদের জন্য রয়েছে কিছু অদ্ভুত নিয়ম, যা শুনলে আপনি অবাক হবেন। ছত্তিশগড়ের ধামতরি জেলার সান্দাবাহারা গ্রামে প্রচলিত এই নিয়মগুলি। এই গ্রামটি ভারতের একমাত্র জায়গা, যেখানে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরতে পারেন না। এখানেই শেষ নয়, তাঁদের চেয়ার বা খাটেও বসার অনুমতি নেই। এমনকি তাঁরা ধান কাটতেও পারেন না বা গাছেও চড়তে পারেন না।

গ্রামের বয়স্কদের মতে, এই নিয়মগুলি যুগ যুগ ধরে চলে আসছে। তাঁরা মনে করেন, এই নিয়মগুলি মানা না হলে গ্রামের ওপর দেবীর অভিশাপ নেমে আসবে। কথিত আছে, বহু বছর আগে গ্রামের প্রধানকে দেবী স্বপ্নে নির্দেশ দেন যে, নারীরা যদি এই নিয়ম না মানে তাহলে গ্রাম বিপদের মুখে পড়বে। সেই বিশ্বাস থেকেই আজও এই নিয়মগুলি কঠোরভাবে মেনে চলা হয়।

তবে গ্রামের মহিলারা এই নিয়মগুলো মেনে নিতে বাধ্য হলেও প্রকাশ্যে এর বিরোধিতা করতে পারেন না। রেবতী মরকাম নামের এক মহিলা এই কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও তিনি সফল হননি। যদিও অনেকেই মনে করেন, এই এলাকার পিছিয়ে থাকার অন্যতম কারণ হল এখানকার নক্সালপন্থী পরিবেশ, যার কারণে বাইরের দুনিয়ার সঙ্গে এই গ্রামের যোগাযোগ সীমিত। ফলে এই ধরনের কুসংস্কার আজও এই গ্রামে জেঁকে বসে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *