সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রোর সূচি বদল, কোন লাইনে, কখন? বিস্তারিত জানুন – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর সময় যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো পরিষেবাতে বড় পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাতভর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এই সংক্রান্ত বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পঞ্চমী, ষষ্ঠী এবং দশমীর জন্যও আলাদা সময়সীমা ঘোষণা করা হয়েছে।
এবার ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম), গ্রিন লাইন (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান) এবং ইয়েলো লাইনে (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর) বিশেষ পরিষেবা দেওয়া হবে।
পঞ্চমী ও ষষ্ঠীতে সময়সূচি
- পঞ্চমী: এই দিন ব্লু লাইনে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনে সকাল ৭:৩০ থেকে রাত ১১টা এবং ইয়েলো লাইনে দুপুর ৩টে থেকে রাত ১০:২৫ পর্যন্ত মেট্রো চলবে।
- ষষ্ঠী: ষষ্ঠীর দিন ব্লু লাইনে সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা মিলবে। গ্রিন লাইনে সকাল ৯টা থেকে রাত ১১:২৮ এবং ইয়েলো লাইনে দুপুর ৩টে থেকে রাত ১০:২৫ পর্যন্ত মেট্রো চলাচল করবে।
সপ্তমী থেকে নবমীর বিশেষ পরিষেবা
- ব্লু লাইন: সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টা থেকে এবং চলবে ভোর ৪টে পর্যন্ত। এই দিনগুলোতে ৬ থেকে ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
- গ্রিন লাইন: এই তিন দিন গ্রিন লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১:৩০ থেকে এবং চলবে ভোর ৪:০৬ পর্যন্ত।
- ইয়েলো লাইন: সপ্তমী থেকে নবমীতে ইয়েলো লাইনে দুপুর ৩টে থেকে রাত ১০:৫০ পর্যন্ত মেট্রো চলবে।
দশমীতে মেট্রো কখন?
- ব্লু লাইন: দশমীর দিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে।
- গ্রিন লাইন: এই দিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো চলবে।
- ইয়েলো লাইন: দশমীতে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রো চলবে।