প্যাকেটজাত খাবার কি সত্যিই সস্তা হচ্ছে? ধোঁয়াশার মুখে কেন্দ্র!

জিএসটি হার কমার পরেও প্যাকেটজাত খাবার কবে থেকে কম দামে মিলবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা জারি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সাশ্রয়ের উৎসব’ শুরুর কথা বললেও বাস্তবে সুরাহা কবে মিলবে, তা নিশ্চিত নয়। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান জানান, প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। পুরনো প্যাকেটের উপর নতুন দামের স্টিকার লাগানো, খুচরো ফেরত দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে সমাধান খোঁজা হচ্ছে। শীঘ্রই নতুন দামে পণ্য পাওয়া যাবে বলে তিনি আশ্বাস দিলেও নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি।

ওয়াকিবহাল মহলের মতে, জিএসটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিলেও এর কৃতিত্ব প্রধানমন্ত্রী একা নিচ্ছেন। পুরোনো স্টকের কারণে বেশিরভাগ দোকানি এখনও আগের দামেই পণ্য বিক্রি করছেন। খুচরো সমস্যার সমাধান হিসেবে পাঁচ, দশ বা পনেরো টাকার পণ্যের দাম না কমিয়ে ওজন সামান্য বাড়ানো হতে পারে বলে খবর। এর ফলে সাধারণ মানুষের কাছে দাম কমার সুবিধা পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *