প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে বিপাকে কংগ্রেস নেতা! প্রকাশ্যে শাড়ি পরিয়ে হেনস্তা করল বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাড়ি পরা একটি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা প্রকাশ ‘মামা’ পাগারে। এই পোস্টের জেরে ৭৩ বছর বয়সী ওই প্রবীণ নেতাকে প্রকাশ্যে শাড়ি পরিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে দুই দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ডোমবিবলিতে। স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ করেন, কংগ্রেস নেতা পাগারে দেশের প্রধানমন্ত্রীর সম্মানহানি করেছেন। এর প্রতিবাদে বিজেপির কল্যাণ জেলা সভাপতি নন্দু পরবের নেতৃত্বে কর্মীরা পাগারে-কে প্রকাশ্যে শাড়ি পরিয়ে হেনস্তা করেন।

বিজেপির এই পদক্ষেপের তীব্র নিন্দা করে কংগ্রেস। কল্যাণের জেলা কংগ্রেস সভাপতি শচীন পোটে জানান, পাগারে একজন বয়স্ক ও প্রবীণ নেতা। যদি তার পোস্ট আপত্তিকর হয়ে থাকে, তবে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারত। কিন্তু তাকে এভাবে জনসমক্ষে হেনস্তা করাটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অন্যদিকে, বিজেপি নেতা নন্দু পরব হুঁশিয়ারি দিয়েছেন যে ভবিষ্যতে কংগ্রেস এমন কাজ করলে আরও কড়া জবাব দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *