বৃষ্টিতে নাকাল কলকাতা! ১৫০০ টাকা দিলেও মিলছে না ক্যাব, বাড়তি টাকা দিলেও নাকাল যাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: মঙ্গলবার কলকাতার চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। একটানা বৃষ্টির জেরে জলমগ্ন শহরের বিভিন্ন প্রান্ত। এই পরিস্থিতিতে গণপরিবহনের উপর ভরসা রাখা মানুষের ভরসা ছিল অ্যাপ-ক্যাব। কিন্তু তাতেও জল ঢেলে দেয় অস্বাভাবিক সার্জ প্রাইস। দেখা গিয়েছে, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ৮০০ কিলোমিটারের রেল যাত্রার এসি টু টিয়ারের ভাড়া যেখানে ১২০০-১৩০০ টাকা, সেখানে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেই অ্যাপ-ক্যাবের ভাড়া চাওয়া হয়েছে ১৫০০ থেকে ১৬০০ টাকা।
ঘটনা এখানেই শেষ নয়, যাত্রীদের অভিযোগ, বুকিং করার পরেও অনেক চালক ট্রিপ বাতিল করে দিচ্ছেন। কেউ কেউ তো সরাসরি বাড়তি ৫০০ টাকা টিপস চাইছেন। সিঁথি মোড় থেকে জোকার ২৪ কিলোমিটার দূরত্বের জন্য যেখানে ভাড়া চাওয়া হয়েছে ১৬০০ টাকা, সেখানে গড়িয়া থেকে সিঁথির ২২ কিলোমিটার দূরত্বের জন্য চাওয়া হয়েছে ১৫০০ টাকা। কিলোমিটার প্রতি খরচ গিয়ে দাঁড়িয়েছে ৬৬ থেকে ৬৮ টাকা, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি।
অনেক অফিসযাত্রী নিজের গাড়ি বা বাইক বাড়িতে রেখে অ্যাপ-ক্যাবের উপর ভরসা করেছিলেন। কিন্তু তাঁদের কপালেও জুটেছে দুর্ভোগ। সোনিকা শর্মা নামের এক তরুণী শিয়ালদহ থেকে মেট্রোপলিটন যাওয়ার জন্য অ্যাপে ক্যাব বুক করে দেখেন, মাত্র পাঁচ কিলোমিটারের জন্য ভাড়া ৭০০ টাকা। অতিরিক্ত ভাড়া দিয়েই বুক করার পর গন্তব্য জেনে একাধিক চালক ট্রিপ বাতিল করেন। একজন চালক আসতে রাজি হলেও অতিরিক্ত ৩০০ টাকা দাবি করেন। অগত্যা অটো ধরার কথা ভাবলেও জল জমার কারণে অটো চলাচলও বন্ধ ছিল।
এই পরিস্থিতি নিয়ে অ্যাপ-ক্যাব সংস্থাগুলির যুক্তি, বৃষ্টিতে গাড়ি খারাপ হওয়ার ভয়ে অনেক চালকই গাড়ি নামাতে চাইছেন না। ফলে চাহিদা অনুযায়ী গাড়ির সংখ্যা কম। কিন্তু এই যুক্তি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন উঠছে। জলমগ্ন পরিস্থিতিতে যাত্রীদের এই চরম দুর্ভোগে ফেলে মুনাফা লোটার এই প্রবণতা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।