পুজোর মুখে অশনি সংকেত, ষষ্ঠী থেকেই ভাসবে বাংলা? নতুন নিম্নচাপের পূর্বাভাসে চিন্তায় রাজ্যবাসী – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের আকাশে ফের কালো মেঘের আনাগোনা। উৎসবের মরশুমে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে বঙ্গোপসাগরে দানা বাঁধা একটি নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা ২৬ তারিখ, অর্থাৎ পঞ্চমীর দিন গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার ফলেই পুজোর ঠিক মুখে ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ।
গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত ছিল কলকাতা ও তার লাগোয়া এলাকা। শহরের রাস্তাঘাট পরিণত হয়েছিল নদীতে। আবহাওয়াবিদদের মতে, সোমবার রাতে কলকাতায় ‘মেঘ ভাঙা বৃষ্টি’ হয়েছিল, যা গত চার দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। যদিও মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এই স্বস্তির মাঝে নতুন করে নিম্নচাপের খবর উদ্বেগ বাড়াচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ষষ্ঠী থেকেই শুরু হতে পারে টানা ঝড়-বৃষ্টি। তাই পুজো শুরুর আগেই উৎসবের আনন্দ মাটি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে এখনই তেমন কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা গিয়েছে।