ভয়াবহ যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন কি তাহলে রাষ্ট্র হতে চলেছে? – এবেলা

এবেলা ডেস্কঃ
যুদ্ধ, ধ্বংসস্তূপ আর চরম অনিশ্চয়তার মধ্যেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের ১৫৫টিরও বেশি দেশ। এই তালিকায় এবার যুক্ত হয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো ঐতিহ্যবাহী ইসরায়েল মিত্ররাও, যা পরিস্থিতিকে এক নতুন মাত্রা দিয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বাঁচিয়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তবে আন্তর্জাতিক এই স্বীকৃতি সত্ত্বেও ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনায় কে নেতৃত্ব দেবে—সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখনও অমীমাংসিত।
বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনের একটি কার্যকর সরকার এবং সংজ্ঞায়িত অঞ্চলের অভাব রয়েছে। পশ্চিম তীর ও গাজার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। হামাস ও ফাতাহ-র মধ্যে ক্ষমতার লড়াই ফিলিস্তিনিদের মধ্যে হতাশা বাড়িয়েছে। অন্যদিকে, ২০০৬ সালের পর থেকে কোনো নির্বাচন না হওয়ায় নেতৃত্বের সংকটের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের নেতৃত্ব দিতে মারওয়ান বারঘৌতির মতো কারাবন্দী নেতাদের কথা উঠে আসছে, যিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলি কারাগারে বন্দী। আন্তর্জাতিক স্বীকৃতি সত্ত্বেও ফিলিস্তিনের ভবিষ্যৎ নেতৃত্ব ও সংহতির অভাব এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।