বিশাল জনসমুদ্রের ভালোবাসায় শেষকৃত্য, মৃত্যুর পরেও রেকর্ড গড়লেন জুবিন গার্গ! – এবেলা

এবেলা ডেস্কঃ

গুয়াহাটি: প্রয়াত আসামিয়া সংগীতশিল্পী জুবিন গার্গের শেষযাত্রায় লাখো মানুষের ঢল। সিঙ্গাপুরে এক কনসার্টে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয় এই জনপ্রিয় শিল্পীর। শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সিঙ্গাপুর থেকে শিল্পীর মরদেহ উড়োজাহাজে করে গুয়াহাটিতে নিয়ে আসা হয়। গুয়াহাটি এইমস-এর চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৩ সেপ্টেম্বর সকালে দ্বিতীয়বার ময়নাতদন্ত সম্পন্ন হয়। জুবিনের মরদেহ এক ঝলক দেখার জন্য শোকস্তব্ধ ভক্তরা সারারাত হাসপাতালের বাইরে ভিড় করেন।

ময়নাতদন্তের পর জুবিনের মরদেহ ঐতিহ্যবাহী আসামিয়া গামছা দিয়ে মুড়িয়ে একটি কাঁচের কফিনে রাখা হয়। এরপর তার মরদেহ নিয়ে বিশাল শোকযাত্রা বের করা হয় এবং শ্রদ্ধা জানানোর জন্য তা অর্জুন বোহেশ্বর স্পোর্টস গ্রাউন্ডে রাখা হয়।

জুবিন গার্গের শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য, ভুটানের রাজা এবং জনপ্রিয় সংগীতশিল্পী পাবনসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। শেষকৃত্যের পর কামারকুচিতে জাতীয় সড়কের পাশে তাকে সমাধিস্থ করা হবে।

জুবিনের শেষকৃত্যে লাখ লাখ মানুষের উপস্থিতি একটি নতুন রেকর্ড তৈরি করেছে। সর্বাধিক সংখ্যক মানুষের শ্রদ্ধা জানানো বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস ও রানী এলিজাবেথের পর জুবিন গার্গের নামও এবার লিমনকা বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে।

শিল্পীর মৃত্যুতে আসাম রাজ্য সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে, যার কারণে গুয়াহাটির দোকানপাট বন্ধ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *