পাপের ফল! প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি, কংগ্রেস নেতাকে প্রকাশ্যে শাড়ি পরালেন বিজেপি কর্মীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের ডম্বিভলির ঘটনা। স্থানীয় কংগ্রেস নেতা প্রকাশ ওরফে মামা পাগারে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আপত্তিকর ছবি শেয়ার করেন। ছবিতে প্রধানমন্ত্রীকে লাল শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। তারই ফলস্বরূপ যা ঘটল, তা দেখে চমকে উঠেছে সবাই।

প্রকাশ্য দিবালোকে ডম্বিভলির মনপাডা রোডে মামা পাগারেকে আটকে দেন বিজেপি কর্মীরা। এরপর সবার সামনে তাঁকে একটি দামি শাড়ি পরিয়ে দেওয়া হয়। এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বিজেপির জেলা সভাপতি নন্দকিশোর ওরফে নন্দু পরব, মন্ডল সভাপতি কর্ণমদন যাদব, সন্দীপ মালি এবং রিকশা অ্যাসোসিয়েশনের দত্তা মালেকারসহ আরও অনেকে এই প্রতিবাদে অংশ নেন। বিজেপি কর্মীদের দাবি, কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন এবং তাঁদের ভাবাবেগে আঘাত হেনেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *