মণিপুরে আসাম রাইফেলসের গাড়িতে অতর্কিত হামলা দুই জওয়ান শহিদ, কিন্তু কারা এর পিছনে? – এবেলা

এবেলা ডেস্কঃ
শুক্রবার সন্ধ্যায় মণিপুরের বিষ্ণুপুর জেলায় এক অতর্কিত হামলায় স্তম্ভিত গোটা দেশ। আসাম রাইফেলসের একটি গাড়িতে অজ্ঞাত হামলাকারীদের হামলায় দুই জওয়ান শহিদ হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও চারজন। সন্ধ্যা ৬টা নাগাদ বিষ্ণুপুরের নামবোল সাবাল লেইকাই এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। আসাম রাইফেলসের দলটি ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে ২ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল, তখনই এই নৃশংস হামলা চালানো হয়।
প্রাথমিকভাবে হামলাকারীদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি এবং কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনা রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্তে নেমেছে এবং জড়িত জঙ্গিদের খুঁজে বের করার জন্য এলাকায় বড় আকারের তল্লাশি অভিযান শুরু করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং হাসপাতালে আহত জওয়ানদের দেখতে গিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।