চুল ছোট করে স্কুলে আসায় রাগে ছাত্রীর চুল কেটে নিলেন শিক্ষক! গুজরাটে চাঞ্চল্যকর ঘটনা – এবেলা

এবেলা ডেস্কঃ
মাথায় তেল না দিয়ে স্কুলে যাওয়াই কাল হল এক ছাত্রীর। রাগে তার চুল কেটে নিলেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে গুজরাটের জামনগরে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। যদিও এই বিষয়ে শিক্ষকের কোনো বক্তব্য জানা যায়নি।
জানা গিয়েছে, ঘটনাটি জামনগরের স্বামীনারায়ণ গুরুকুলের। গত মঙ্গলবার ওই ছাত্রী স্কুলে যায়। অভিযোগ, মাথায় তেল না থাকায় ভরা ক্লাসরুমেই তার চুল কেটে দেন শিক্ষক। বাড়ি ফিরে বিষয়টি জানালে ছাত্রীর অভিভাবকরা জেলা শিক্ষা অধিকর্তার কাছে অভিযোগ জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।
উল্লেখ্য, এই প্রথম নয়, আগেও এই স্কুলটি বিতর্কের মুখে পড়েছিল। অভিভাবকরা অভিযোগ করেছিলেন যে, সামান্য কারণেও পড়ুয়াদের ওপর নির্যাতন করা হয়। একবার একটি বই নিতে ভুলে যাওয়ায় এক ছাত্রীকে ১০০ বার কান ধরে ওঠ-বোস করানোর অভিযোগ উঠেছিল। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, “আমাদের স্কুল বড় করা নিষেধ। আমরা অভিভাবকদের সতর্ক করে থাকি। কিন্তু যে অভিযোগ আমরা পেয়েছি, তা কোনোভাবেই কাম্য নয়। অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।”