জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত এবার সরাসরি পকেটে টান পড়বে কি? – এবেলা

এবেলা ডেস্কঃ
চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হয়েছে। এর ফলে প্যাকেটজাত পণ্য কেনার সময় ক্রেতাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। অনেক ক্ষেত্রে পুরনো দামের প্যাকেটে নতুন দাম লাগিয়ে পণ্য বিক্রি করা হতে পারে। তাই দোকানদারের কাছে পণ্য কেনার সময় অবশ্যই তার আসল দাম যাচাই করে নেওয়া উচিত। এর কারণ হলো, নতুন জিএসটি হারে অনেক পণ্যের দাম কমেছে এবং সঠিক দাম যাচাই না করলে আপনি অতিরিক্ত টাকা দিয়ে ঠকতে পারেন।
বিশেষ করে ছোট দোকানগুলোতে পুরনো দাম নেওয়া হতে পারে। সরকার কো ম্পা নিগুলোকে পুরনো প্যাকেটে নতুন দাম স্টিকারের মাধ্যমে বা ডিজিটাল প্রিন্টিংয়ের মাধ্যমে বসানোর অনুমতি দিয়েছে। এতে কিছু পণ্যে দুটি দাম লেখা থাকতে পারে—একটি পুরনো এবং অন্যটি নতুন। সুতরাং, বিলের সঙ্গে পণ্যের দাম মিলিয়ে দেখা এখন অত্যন্ত জরুরি, যাতে নতুন জিএসটি-র সুবিধা সরাসরি ক্রেতার পকেটে আসে। এই বিষয়ে সচেতন থাকলে নিশ্চিতভাবে আপনার বাড়তি টাকা খরচ হবে না।