ট্রাম্পের অভিযোগের পর এবার এলো বড় জবাব! আমেরিকা, ব্রিটেন, চীন ভারতের দিকে কেন তাকিয়ে? – এবেলা

এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-বিরোধী মন্তব্যের মাঝেও এক গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ পেয়েছে, যা তাঁর যাবতীয় অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ডের একটি সমীক্ষায় উঠে এসেছে যে, আমেরিকা, ব্রিটেন এবং চীনের মতো দেশের বড় বড় সংস্থাগুলো এখন ভারতে নিজেদের ব্যবসা বাড়াতে চাইছে।
এই সমীক্ষাটি ১৭টি বাজার এবং ৪টি শিল্প ক্ষেত্রের ১,২০০ শীর্ষ কর্মকর্তার মতামতের ভিত্তিতে তৈরি। রিপোর্টে বলা হয়েছে, ভারত এখন বাণিজ্যিক ও উৎপাদন ক্ষেত্রের জন্য বিদেশি কো ম্পা নিগুলোর কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। প্রায় অর্ধেক কো ম্পা নি জানিয়েছে যে তারা ভারতে তাদের ব্যবসা বাড়াতে বা স্থিতিশীল রাখতে আগ্রহী। এর মধ্যে আমেরিকা, ব্রিটেন, চীন এবং হংকংয়ের ৬০ শতাংশের বেশি কো ম্পা নি আগামীতে ভারতের সঙ্গে নিজেদের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা করছে।
ট্রাম্প একাধিকবার ভারতকে ‘ট্যারিফ কিং’ বলে কটাক্ষ করেছেন এবং এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি করে ভারতীয় পেশাদারদের উপর চাপ সৃষ্টি করেছেন। এমনকি তিনি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকেও পরোক্ষভাবে দায়ী করেছেন। কিন্তু এই সমস্ত অভিযোগ সত্ত্বেও, ভারত নিজের অর্থনৈতিক অগ্রগতির দিকে মনোযোগী। স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই রিপোর্ট সেই অগ্রগতিকেই প্রমাণ করে, যেখানে দেখা যাচ্ছে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যের নেতৃত্বে এশিয়া, বিশেষ করে ভারত, একটি প্রধান ভূমিকা পালন করবে।