দিল্লি বিশ্ববিদ্যালয় নির্বাচনে কেন হঠাৎ জয়জয়কার হলো এবিভিপির? আসল কারণ জানলে অবাক হবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (DUSU) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। সভাপতি-সহ মোট তিনটি গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে তারা। অন্যদিকে, কংগ্রেস সমর্থিত এনএসইউআই (NSUI) মাত্র একটি আসনে জয় পেয়েছে। এই জয়ের পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবিভিপির তরুণ যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই জয় শুধু একটি সংগঠনের নয়, এটি প্রতিটি দেশপ্রেমী, শৃঙ্খলাপরায়ণ যুবকের জয়।”
নির্বাচনী ফলাফল ঘোষণার পর এবিভিপির জয়ী প্রার্থীরা আর্টস ফ্যাকাল্টি ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই নির্বাচনে সভাপতি পদে আরিয়ান মান, সম্পাদক পদে কুনাল চৌধুরী এবং যুগ্ম সম্পাদক পদে দীপিকা ঝা জয়লাভ করেছেন। এই ফলাফল প্রমাণ করে যে দিল্লির তরুণ প্রজন্ম দেশপ্রেম ও ঐক্যের পথেই আস্থা রাখছে।