জলযন্ত্রণা: ২৪ ঘণ্টা পরেও কলকাতা পুরোপুরি স্বাভাবিক নয় – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার দুপুরে বৃষ্টি থামার পর ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। মেয়র ফিরহাদ হাকিম প্রতিশ্রুতি দিয়েছিলেন রাতের মধ্যেই জল নামানোর। কিন্তু বুধবার সকালে দেখা গেল, কলকাতার উত্তর থেকে দক্ষিণ— বহু এলাকার মানুষ এখনও জলযন্ত্রণা থেকে মুক্তি পাননি। শহরের প্রধান রাস্তাগুলিতে জল কমলেও, অলিগলিতে দুর্ভোগ এখনও অব্যাহত।


যেখানে হাঁটু জল ছিল, এখন গোড়ালি!

সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার কলকাতার বহু এলাকা কার্যত বানভাসি হয়ে পড়েছিল। হাঁটু সমান জল জমে যাওয়ায় বিপর্যস্ত হয়েছিল স্বাভাবিক জনজীবন। বুধবার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অনেক জায়গায় এখনও গোড়ালি সমান বা তার থেকে কিছুটা বেশি জল জমে আছে। কলকাতা পুরসভার কর্মীরা বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা করছেন। মূল সড়কগুলি অনেকটাই জলমুক্ত হলেও অলিগলিতে জল নামতে সময় লাগছে।


কোথায় কোথায় এখনও জল?

বুধবার সকালে কলেজ স্ট্রিট সংলগ্ন ‘বর্ণপরিচয়’ বাজার, ঠনঠনিয়া, রাজা রামমোহন সরণি, কেশব সেন স্ট্রিট, আনন্দ পালিত রোড, বালিগঞ্জ ফাঁড়ি, ভিআইপি বাজার, নিউ গড়িয়া আবাসন, টেগোর পার্ক, পাটুলি, গড়িয়া, নিউ গড়িয়া, সন্তোষপুর এভিনিউ, পার্ক সার্কাসের একাংশ, তপসিয়া, বোসপুকুর তালবাগান, আমহার্স্ট স্ট্রিট, নাগেরবাজার, বউবাজার, মহাত্মা গান্ধী রোড, মেটিয়াবুরুজ, বরিশা, সরসুনা এবং জোকার কিছু অংশ এখনও জলমগ্ন। বালিগঞ্জ ফাঁড়িতে জল প্রায় হাঁটু ছুঁই ছুঁই। কাঁকুরগাছি আন্ডারপাস এবং এজেসি বোস রোড সংলগ্ন মিন্টো পার্ক ও ক্যামাক স্ট্রিটেও জল পুরোপুরি নামেনি। গড়িয়াহাট রোডের আইটিআইয়ের কাছেও পরিস্থিতি আগের মতোই।


পুজোর আগে বড় চ্যালেঞ্জ

পুজোর মরসুমে কলকাতার এই জলযন্ত্রণা কলকাতা পুরসভার কাছে এক বড় চ্যালেঞ্জ। মেয়র ফিরহাদ হাকিম জানান, বৃষ্টির পাশাপাশি গঙ্গায় জোয়ারের কারণেও জল নামতে দেরি হচ্ছে। তিনি পরিস্থিতি সামলাতে অপারগ বলেও জানিয়েছিলেন। যদিও পরে জানান, পুরসভা নিরন্তর নজরদারি চালিয়ে যাচ্ছে এবং পাম্পের সাহায্যে জল বের করার চেষ্টা চলছে।


কলকাতা সংলগ্ন এলাকা ও গণপরিবহনের হাল

কলকাতার এই অবস্থার মধ্যেও আশার আলো দেখা গেছে কিছু জায়গায়। মঙ্গলবার কলকাতা সংলগ্ন বিধাননগরের সল্টলেক, বিশেষ করে সেক্টর ফাইভে হাঁটুসমান জল জমে থাকলেও বুধবার সকালে কলেজ মোড় এবং সংলগ্ন এলাকা প্রায় জলমুক্ত। লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবাও বুধবার সকাল থেকে স্বাভাবিক রয়েছে। তবে চক্ররেল পথের কলকাতা স্টেশনে জল জমে থাকায় কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *