ভোট চুরির অভিযোগের পর হঠাৎ ভাইরাল এক নারীর মোবাইল নম্বর, রাহুল গান্ধীর উপর কেন ক্ষুব্ধ তিনি? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভোট চুরির অভিযোগে সরব হয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে এক নারীর মোবাইল নম্বর প্রকাশ করে দিয়েছেন। আর এতেই বিপাকে পড়েছেন প্রয়াগরাজের বাসিন্দা অঞ্জনি মিশ্র। গত সন্ধ্যা থেকে কয়েকশ ফোন কল পেয়ে তিনি বিরক্ত এবং এ বিষয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গত ১৫ বছর ধরে একই নম্বর ব্যবহার করছেন এবং জানেন না কীভাবে তাঁর নম্বরটি প্রকাশ্যে এলো।
ভোট চুরির ইস্যুতে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে “গণতন্ত্র ধ্বংসকারীদের” রক্ষা করার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কংগ্রেস সমর্থকদের ভোট পদ্ধতিগতভাবে মুছে ফেলা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগগুলোকে “ভুল এবং ভিত্তিহীন” বলে আখ্যা দিয়েছে। কমিশনের বক্তব্য, এভাবে অনলাইনে ভোট মুছে ফেলা সম্ভব নয়।