‘নরকের মতো জীবন’ থেকে বাঁচতে, স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে, ৬০,০০০ টাকার চাকরি থেকে পদত্যাগ করলেন তরুণী! – এবেলা

এবেলা ডেস্কঃ

এক যুবতী রাতারাতি ছেড়ে দিলেন মোটা বেতনের চাকরি। বেতন ছিল ৬০ হাজার টাকা। ভিডিও শেয়ার করে তিনি নিজেই জানালেন কারণটা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রশ্ন উঠেছে, কেন এত বড় সিদ্ধান্ত নিলেন তিনি?

ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে ২২ বছর বয়সী ওই যুবতী জানিয়েছেন, তিনি আর্থিক দিক থেকে স্বাবলম্বী। তাঁর চাকরি নিয়ে কোনও অভিযোগ ছিল না। কিন্তু চাকরির কিছু শর্ত তাঁকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলছিল।

ঘটনাটি আসলে কী?

ওই যুবতীর কথায়, সপ্তাহে পাঁচ দিন নাইট শিফটে কাজ করতে হতো। এর ফলে তাঁর ঘুমের চক্র সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। ক্রমাগত মাথাব্যথা, হজমের সমস্যা, মানসিক উদ্বেগ—সব মিলিয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তিনি বুঝতে পারেন, এই অবস্থায় শুধু টাকা উপার্জন করে লাভ নেই। কারণ, শারীরিক ও মানসিক সুস্থতা না থাকলে সেই টাকা দিয়েও স্বস্তি পাওয়া সম্ভব নয়। তাই নিজের স্বাস্থ্যের কথা ভেবেই তিনি চাকরিটি ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন।

ভাইরাল ভিডিও এবং নেটিজেনদের প্রতিক্রিয়া

যুবতীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই তা লাখ লাখ মানুষ দেখেছেন। নেটিজেনরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন। অনেকের মতে, এই সিদ্ধান্ত হয়তো শুধুমাত্র আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারের পক্ষেই নেওয়া সম্ভব। এক নেটিজেন মন্তব্য করেছেন, “আমিও নাইট শিফটে কাজ করি। শরীর খারাপ হলেও কিছু করার থাকে না। মাসের শেষে টাকার প্রয়োজন হয়।” তবে, এই ঘটনা এটাই প্রমাণ করে যে টাকা নয়, স্বাস্থ্যের মূল্য অনেক বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *