বন্দে ভারত স্লিপার ট্রেন কবে শুরু হচ্ছে, দিলেন বড় ঘোষণা রেলমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

বন্দে ভারত স্লিপার ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের জন্য সুখবর। খুব শিগগিরই চালু হতে চলেছে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দিল্লিতে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

রেলমন্ত্রী জানান, দুটি ট্রেন একসঙ্গে চালু করা হবে। এর মধ্যে প্রথমটির সব ধরনের পরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ট্রেনটির কাজ আগামী মাসের মাঝামাঝি শেষ হবে। তাই রাত্রিকালীন যাত্রায় পরিষেবা নিশ্চিত করতে একসঙ্গে দুটি ট্রেনই চালু করার পরিকল্পনা রয়েছে।

বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে মোট ১৬টি কোচ। এতে এসি ফার্স্ট ক্লাস, এসি টু-টিয়ার এবং এসি থ্রি-টিয়ারের সুবিধা থাকবে, যেখানে মোট ১,১২৮ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এই ট্রেন ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম হবে এবং দেশের দ্রুততম ট্রেন পরিষেবাগুলির মধ্যে অন্যতম হবে।

এছাড়াও দীপাবলি এবং ছট উৎসবের সময় যাত্রীদের ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানোর ঘোষণাও করেছেন রেলমন্ত্রী। ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে মোট ১২ হাজার বিশেষ ট্রেন চালানো হবে। এর মধ্যে দশ হাজার ট্রেনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং শেষ মুহূর্তে জরুরি প্রয়োজনে ১৫০টি সম্পূর্ণ অসংরক্ষিত ট্রেন প্রস্তুত রাখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *