জলে ভেসে খাঁচা থেকে পালাল কুমির! আলিপুর চিড়িয়াখানায় যা ঘটল, তা দেখে চমকে উঠবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন আলিপুর চিড়িয়াখানা। আর সেই জমা জলেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। খাঁচায় জল ঢুকে যাওয়ায় বেরিয়ে পড়ল একাধিক কুমির! দিনভর চিড়িয়াখানার ভিতরেই জল ঘুরে বেড়াতে দেখা গেল তাদের। আকস্মিক এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে।

জানা গিয়েছে, চিড়িয়াখানার ১৭ থেকে ১৯টি কুমিরের খাঁচায় জল ঢুকে যাওয়ায় তারা নালার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। তাদের ফের খাঁচায় ফেরাতে তৎপর হন কিপাররা। জাল হাতে জমা জলে নেমে পড়েন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁদের। শেষ পর্যন্ত একে একে সব কুমিরকেই নিরাপদে ফেরানো সম্ভব হয়।

মঙ্গলবার চিড়িয়াখানা খোলা থাকলেও বৃষ্টির কারণে দর্শনার্থীর সংখ্যা ছিল কম। তাই বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। যদিও চিড়িয়াখানার নালার সঙ্গে আদি গঙ্গার সংযোগ থাকায় কুমির শহরের মূল ভূখণ্ডে ঢুকে পড়ার আশঙ্কা ছিল। তবে কর্মীদের তৎপরতায় সেই বিপদ এড়ানো গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নালার সংযোগমুখে জাল দেওয়া আছে, তাই কুমির বেরোলেও আটকা পড়বে।

বুধবার আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে বনমন্ত্রী বীরবাহ হাঁসদা-সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। তাই দ্রুত জল সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে জোরদার চেষ্টা চলছে। এছাড়া হরিণ, গণ্ডার ও জলহস্তীদের খাঁচাতেও জল ঢুকে গিয়েছিল। পাম্পের সাহায্যে সেই জলও নামানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *