কর্মচারীদের জন্য দারুণ খবর! EPFO-এর সমস্ত টাকা কি এখন থেকে যেকোনো সময় তোলা যাবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্র সরকার কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা অর্থাৎ EPFO-এর সদস্যদের জন্য এক দারুণ সুখবর নিয়ে আসার কথা ভাবছে। সূত্র অনুযায়ী জানা গেছে, এখন থেকে EPF অ্যাকাউন্টে জমা টাকা যে কোনো সময় তোলা যাবে। এতদিন এই টাকা তুলতে গেলে নানান কঠিন নিয়মের গেরোয় পড়তে হতো।

EPFO-এর দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংস্থা বাড়ি কেনা, বিয়ে বা সন্তানের পড়াশোনার মতো জরুরি প্রয়োজনে টাকা তোলার নিয়মে আরও ছাড় দিতে পারে। যদিও এর নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও জানানো হয়নি, তবে জানা গেছে যে সরকার এক বছরের মধ্যে এই পরিবর্তনগুলি কার্যকর করার কথা বিবেচনা করছে।

একজন কর্মকর্তা বলেন, “আমরা সদস্যদের ওপর কোনো রকম নিষেধাজ্ঞা চাপাতে চাই না, কারণ এটি তাদেরই টাকা। নিজেদের প্রয়োজন মতো টাকা ব্যবহার করার সম্পূর্ণ স্বাধীনতা তাঁদের থাকা উচিত।” বর্তমানে, কোনো সদস্য ৫৮ বছর বয়স পূর্ণ হলে অথবা দুই মাসের বেশি সময় ধরে বেকার থাকলে তবেই পুরো টাকা তুলতে পারেন।

এক নজরে দেখে নিন বর্তমানে টাকা তোলার নিয়ম

বর্তমানে, EPFO থেকে টাকা তোলার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ রয়েছে। যেমন— ভাই বা বোনের বিয়ে অথবা নিজের বা সন্তানের বিয়ের জন্য মোট জমার ৫০% পর্যন্ত টাকা তোলা যায়, তবে তার জন্য কমপক্ষে ৭ বছর চাকরি করা জরুরি। বাড়ি কেনা বা তৈরির জন্য ৯০% পর্যন্ত টাকা তোলা যেতে পারে, তবে তার জন্য অন্তত ৩ বছরের চাকরি প্রয়োজন। আর সন্তানের উচ্চশিক্ষার জন্য জমার ৫০% পর্যন্ত টাকা তোলা যায়, যার জন্য সর্বনিম্ন ৭ বছরের চাকরি লাগে।

বিশেষজ্ঞদের মতে, এই নিয়মগুলি আরও সহজ হলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা কোনো ঋণ ছাড়াই সহজে জরুরি প্রয়োজনে টাকা ব্যবহার করতে পারবেন। তবে এই পরিবর্তনের ক্ষেত্রে মূল উদ্দেশ্যটি হলো, মানুষের জরুরি প্রয়োজনের পাশাপাশি তাঁদের অবসর জীবনের সুরক্ষাও নিশ্চিত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *