পুরস্কার পেলেন মোহনলাল, প্রধানমন্ত্রী বললেন ‘বহুমুখী প্রতিভা’ – এবেলা

এবেলা ডেস্কঃ
দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন মালয়ালাম চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মোহনলাল। ২০২৩ সালের জন্য দেশের সর্বোচ্চ এই চলচ্চিত্র সম্মান পাচ্ছেন তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই ঘোষণার পর থেকেই তাকে অভিনন্দন জানানো হচ্ছে। তার এই অর্জনে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের এক্স হ্যান্ডলে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি মোহনলালকে শ্রেষ্ঠত্ব ও বহুমুখী প্রতিভার প্রতীক বলে বর্ণনা করেছেন।
প্রধানমন্ত্রী তার পোস্টে মোহনলালের অসাধারণ অভিনয়ের প্রশংসা করেন, যা শুধুমাত্র মালয়ালাম সিনেমাতেই নয়, বরং তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ছবিকেও সমৃদ্ধ করেছে। তার মতে, মোহনলালের সিনেমা ও নাট্য প্রতিভা সত্যিই অনুপ্রেরণামূলক এবং তার অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতার মুকুটে এবার যোগ হলো দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান।