জলাশয়ে মৃত্যু ফাঁদ, ঘিলুখেকো অ্যামিবা কীভাবে শরীরে ঢোকে – এবেলা

এবেলা ডেস্কঃ
কেরালার ঘরে ঘরে আতঙ্ক ছড়াচ্ছে ‘ব্রেন-ইটিং অ্যামিবা’। এই রহস্যময় জীবাণুর সংক্রমণে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যে, স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজ্য সরকারের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, এই রোগের উৎস এখনও পর্যন্ত অজানা। কীভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে, তা খুঁজে বের করতে পিসিআর টেস্ট-সহ নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা চলছে। একসময় কেবল কোঝিকোড় ও মালাপ্পুরম জেলায় সীমাবদ্ধ ছিল এই রোগ। কিন্তু এখন রাজ্যের অন্যান্য অংশেও এর প্রকোপ দেখা যাচ্ছে।
কিন্তু কীভাবে এই ঘাতক অ্যামিবা শরীরে প্রবেশ করে? বিশেষজ্ঞদের মতে, এটি একটি নাইগ্লেরিয়া ফোলেরি বা এককোষী জীব, যা মূলত গরম ও বদ্ধ মিষ্টি জলে বাস করে। বদ্ধ পুকুর বা জলাশয়ে স্নান করার সময় দূষিত জল নাকের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করলে এই সংক্রমণ হয়।
রোগের প্রাথমিক লক্ষণগুলো কী কী? এই ঘিলুখেকো অ্যামিবার সংক্রমণে প্রায় ১০ থেকে ১২টি ভিন্ন উপসর্গ দেখা যায়। শুরুতে তীব্র মাথাব্যথা এবং বমিভাব হয়। ধীরে ধীরে গলা ব্যথা ও খিঁচুনির মতো লক্ষণও প্রকাশ পায়। তাই এমন কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
Brain-eating amoeba: #Kerala reports 80 cases; 21 dead; state minister says cause of encephalitis cases still unknown https://t.co/ceVHNwh39w
— The Times Of India (@timesofindia) September 23, 2025