এশিয়া কাপের মাঠে পাক ক্রিকেটারের ‘বদলা’! শ্রীলঙ্কান তারকার কৌতুকী জবাবে হাসির রোল – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তান ক্রিকেট দল এবং বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ম্যাচে ফের একবার বিতর্কের কেন্দ্রে চলে এলেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। মাঠে তাঁর করা এক কাণ্ড নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।
কী ঘটেছিল আসলে?
এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বোল্ড করার পর আবরার আহমেদ তাঁর উদযাপনকে উপহাস করে হাসারাঙ্গার ভঙ্গিমা নকল করেন। সেই মুহূর্তে হাসারাঙ্গা কোনো প্রতিক্রিয়া না দিলেও, প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন।
ম্যাচে যখন পাকিস্তানের ব্যাটার স্যাম আইয়ুবকে আউট করেন হাসারাঙ্গা, তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। সাথে সাথেই তিনি আবরারের দিকে তাকিয়ে তাঁর নিজস্ব ভঙ্গিমা নকল করে পাল্টা উপহাস করেন, যা দেখে পুরো স্টেডিয়ামে হাসির রোল পড়ে যায়। আবরারও এই ঘটনায় বেশ অপ্রস্তুত হয়ে পড়েন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
যদিও ম্যাচের পর দুই ক্রিকেটার হাসিমুখে একে অপরকে আলিঙ্গন করে পুরো বিষয়টি মিটমাট করে নেন। ম্যাচে আবরার ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট নেন, অন্যদিকে হাসারাঙ্গা ১৫ রান করেন এবং ২ উইকেট শিকার করেন। তবে শেষ পর্যন্ত পাকিস্তান এই ম্যাচে ৫ উইকেটে জয়ী হয়।