কলকাতা ভাসিয়ে পুজোর মুখে রেকর্ড বৃষ্টি একী পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর – এবেলা

এবেলা ডেস্কঃ

অসহনীয় বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া একটানা পাঁচ ঘণ্টার প্রবল বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে শহর। বহু রাস্তা হাঁটুসমান জলের নীচে, থমকে গিয়েছে যান চলাচল, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও অফিসযাত্রীরা। কলকাতার বিভিন্ন অঞ্চলে জল জমে যাওয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই এই পরিস্থিতি। মাত্র পাঁচ ঘণ্টায় এক মাসের গড় বৃষ্টির সমান জল নেমেছে শহরে। দুর্গাপূজার ঠিক মুখে এমন বৃষ্টি স্বাভাবিকভাবেই উৎসবের প্রস্তুতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, সেপ্টেম্বরের শেষে আরও একটি নিম্নচাপের আভাস থাকায় পুজোর সময়ও বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *