৪০-৫০ বছরের বেশি বয়সী এই দশ জন বলিউড তারকা সুখে অবিবাহিত। কেউ কেউ প্রেমে পড়ার পরেও স্থির হননি – এবেলা

এবেলা ডেস্কঃ
বলিউডের এমন অনেক তারকা আছেন, যারা ৪০ বা ৫০ বছরের দোরগোড়া পেরিয়েও আজও একা। জীবনসঙ্গী না থাকলেও তারা দিব্যি একা উপভোগ করছেন নিজেদের জীবন। ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত, তাদের অনেকেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, আবার কিছু সম্পর্ক ভেঙেও গেছে। কিন্তু বিয়ে করে থিতু হওয়ার প্রয়োজন তারা কেউই বোধ করেননি। এই তালিকায় রয়েছেন একাধিক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী।
প্রেম ভেঙেছে, তবুও একা তাবু: হিন্দি সিনেমার দুনিয়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করা অভিনেত্রী তাবু ৫৩ বছর বয়সেও সিঙ্গল। একসময় তিনি একাধিক সম্পর্কে জড়ালেও কোনো সম্পর্কই শেষ পর্যন্ত টিকেনি। শোনা যায়, বিবাহিত দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের সঙ্গে তার সম্পর্ক প্রায় এক দশক ধরে চলেছিল। কিন্তু নানা কারণে সেই সম্পর্ক পরিণতি পায়নি।
সম্পর্কে ইতি টেনেছেন আমিশা: একসময় পরিচালক বিক্রম ভাটের প্রেমে পড়ে পরিবারের বিরুদ্ধে গিয়েছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। কিন্তু সেই সম্পর্ক ভেঙে গেলে তিনি ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। বর্তমানে ৫০ বছর বয়সী আমিশা সিঙ্গেল লাইফই উপভোগ করছেন।
সুপার সিঙ্গল সালমান খান: এই তালিকায় প্রথমেই যার নাম আসে, তিনি হলেন বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সালমান খান। ৫৯ বছর বয়সেও তার ক্যারিশমা তরুণ তারকাদের থেকে কম নয়। সালমান ঐশ্বর্যা, ক্যাটরিনাসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেম করলেও কারও সঙ্গেই তার সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি।
অন্যদের জীবনসঙ্গী না পাওয়ার কারণ:
- সুস্মিতা সেন: প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন দীর্ঘদিন ধরে মডেল রহমান শলের সঙ্গে সম্পর্কে থাকলেও বিয়ে করার কোনো ইচ্ছা তার নেই। বর্তমানে তার বয়স ৪৯।
- দিব্যা দত্তা: ৪৭ বছর বয়সী অভিনেত্রী দিব্যা দত্তা এখনও অবিবাহিত। তিনি বলেন, বিয়ে করতে তার আপত্তি নেই, তবে তিনি মনের মতো মানুষের খোঁজ করছেন।
- তনিশা মুখার্জি: কাজল-কন্যা তনিশা মুখার্জিও ৪৭ বছর বয়সে এসেও একা। তার নাম উদয় চোপড়া ও আরমান কোহলির সঙ্গে যুক্ত হলেও তিনি কারও সঙ্গে সংসার পাতেননি।
- অক্ষয় খন্না: প্রয়াত অভিনেতা বিনোদ খন্নার ছেলে অক্ষয়ও একা থাকতে পছন্দ করেন। বাবা সফল হলেও তিনি অভিনয়ে তেমন সাফল্য পাননি। তবে একাকী জীবনে তিনি বেশ খুশি।
- উদয় চোপড়া: যশ চোপড়ার ছোট ছেলে উদয় চোপড়াও নিজের ভাগ্য পরখ করতে এসে সফল হননি। মহব্বতে ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তিনি আজও একা।
- তুশার কাপুর: অভিনেতা তুশার কাপুরও অবিবাহিত। যদিও তার সঙ্গে সহ-অভিনেত্রীদের নাম জড়িয়েছে। ৪৮ বছর বয়সী তুশার সারোগেসির মাধ্যমে এক ছেলের বাবা হয়েছেন।
- একতা কাপুর: ভাই তুশারের মতো বোন একতাও সিঙ্গল। ৫০ বছর বয়সী এই প্রযোজকও একা থাকতে পছন্দ করেন। তিনিও সারোগেসির মাধ্যমে এক ছেলের মা হয়েছেন।
- রাহুল বোস: প্রতিভাবান অভিনেতা রাহুল বোস ৫৭ বছর বয়সেও বিয়ে করেননি। তিনি মনে করেন, জীবনসঙ্গী ছাড়া মুক্তভাবে বাঁচা যায়।