প্রবল বৃষ্টিতে তিলোত্তমা ডুবল জলে, ২৪ ঘণ্টা পরেও জলমগ্ন কলকাতার কোন কোন এলাকা? – এবেলা

এবেলা ডেস্কঃ
সোমবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে মঙ্গলবার কার্যত থমকে গিয়েছিল কলকাতা। একটানা বর্ষণে শহরের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছিল। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সব জায়গা থেকে জল পুরোপুরি নেমে যায়নি। বৃষ্টি থেমে গেলেও জলযন্ত্রণায় নাজেহাল শহরবাসী।
উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, আর্মহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এখনও জল জমে আছে। একই চিত্র দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, পার্ক সার্কাস এবং কসবাতেও। পাশাপাশি, সল্টলেক-সহ বিধাননগরের বেশ কিছু অংশে এখনও হাঁটু বা কোমর পর্যন্ত জল জমে থাকতে দেখা গেছে।
প্রশাসন দ্রুত জল নামানোর কাজ করছে। বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জমা জল সরানোর চেষ্টা চলছে। কোথাও আবার থইথই জলের মধ্যে দিয়ে ধীর গতিতে চলছে গাড়ি। গতকাল জল জমে বন্ধ হয়ে যাওয়া গাড়িগুলোকে সরাতে রাস্তায় নেমেছে রিকভারি ভ্যান। শহরের এমন জলমগ্ন ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, “বৃষ্টি থামলেও কেন জল নামছে না?”
#WATCH | West Bengal: Severe waterlogging witnessed in parts of Kolkata amid heavy rainfall across the city; visuals from Ballygunge area. pic.twitter.com/GOpkDUCcSI
— ANI (@ANI) September 24, 2025