অন্ধকার ঘনিয়েছে শ্রীলঙ্কার এশিয়া কাপের পথে? কঠিন সমীকরণে ফাইনালের দৌড় থেকে বাদ পড়তে পারে পাকিস্তানও! – এবেলা

এবেলা ডেস্কঃ
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের অবস্থান বেশ নড়বড়ে করে ফেলেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুপার ফোরে এসে তাদের ছন্দপতন ঘটেছে। পরপর দুটি ম্যাচ হেরে ফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে দলটি। এখন ফাইনালে যেতে হলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।
তবে চমকপ্রদ বিষয় হলো, শ্রীলঙ্কাকে হারালেও ফাইনালে না-ও পৌঁছাতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তানকে বাদ দিয়ে ফাইনালে ওঠার জন্য বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশ। শেষ মুহূর্ত পর্যন্ত খোলা রয়েছে ফাইনালের লড়াই। সুপার ফোরে আর মাত্র তিনটি ম্যাচ বাকি। ভারত ও বাংলাদেশ ইতোমধ্যে তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। এরপর গত ২৩ সেপ্টেম্বর পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আবারও ফাইনালের আশা জাগিয়েছে।
এই ফলাফলের পর ভারত-পাকিস্তানের মধ্যে আরও একটি ফাইনাল ম্যাচের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কা টানা দুই ম্যাচ হেরে প্রায় টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে।
পয়েন্টস টেবিলের হাল-হকিকত
শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর পাকিস্তান সুপার ফোরের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্টও ভারত ও বাংলাদেশের সমান। তবে নেট রান রেটে তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত (+0.689), এরপর পাকিস্তান (+0.226) এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ (+0.121)। দুটি ম্যাচ হেরে শ্রীলঙ্কা প্রায় বাদ পড়ার মুখে।
ফাইনালের কঠিন সমীকরণ
সুপার ফোরের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশের মধ্যে। যদি ভারত এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে যাবে এবং ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করে নেবে। সেক্ষেত্রে ২৫ সেপ্টেম্বর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ম্যাচটি কার্যত সেমিফাইনালের রূপ নেবে। যে দল জিতবে, তারাই ফাইনালের দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করবে।
অন্যদিকে, যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয়, তবে সুপার ফোরের লড়াই আরও জমে উঠবে। চারটি দলেরই ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে পাকিস্তান ও ভারতকে ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ থাকবে শীর্ষে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কারও আশা বেঁচে থাকবে, কারণ তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে।