ভুল করে একটি ক্লিকেই উধাও হতে পারে লাখ লাখ টাকা! প্রতারণার নতুন ফাঁদ থেকে বাঁচতে সতর্ক করল সরকার – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
অনলাইনে এখন নতুন বিপদ ফিশিং স্ক্যাম। সাইবার অপরাধীরা নিত্যনতুন কৌশল ব্যবহার করে নিরীহ মানুষকে ঠকাচ্ছে। তারা নামী সংস্থা, ব্যাঙ্ক বা সরকারি প্রতিষ্ঠানের মতো দেখতে নকল ওয়েবসাইট, পোর্টাল এবং মোবাইল অ্যাপ তৈরি করছে। লোভনীয় অফার যেমন— মেয়াদ উত্তীর্ণ রিওয়ার্ড পয়েন্ট, আকর্ষণীয় কুপন, এমনকি চাকরির সুযোগের প্রলোভন দেখিয়ে তারা সহজ শিকার খুঁজছে। আর একটি মাত্র ভুয়ো ক্লিকেই সর্বনাশ হচ্ছে অনেকের।
এই ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) জরুরি পদক্ষেপ নিয়েছে। সাধারণ মানুষকে রক্ষা করতে তারা সাইবারদোস্ত উদ্যোগের পাশাপাশি ১৯৩০ এবং cybercrime.gov.in-এর মতো রিপোর্টিং চ্যানেল চালু করেছে। দ্রুত পদক্ষেপ নিলে অনেকেই বড় আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছেন। তাই সামান্য সন্দেহ হলেই এই চ্যানেলগুলিতে রিপোর্ট করা এখন অত্যন্ত জরুরি।