রাত ১২টার পরেও মেট্রো? দুর্গাপূজায় চমক! এই চার দিন বাড়ি ফেরার চিন্তা শেষ, সারারাত চলবে মেট্রো – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: কলকাতার দুর্গাপূজা মানেই উৎসবের রাতভর উন্মাদনা। সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে এ বছর বড় চমক নিয়ে আসছে কলকাতা মেট্রো। পুজোয় ঠাকুর দেখা বা প্যান্ডেল হপিংয়ের জন্য আর বাড়ি ফেরার তাড়া থাকবে না। সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত, টানা চার দিন সারারাত চলবে বিশেষ মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, ২৮ সেপ্টেম্বর (সপ্তমী), ২৯ সেপ্টেম্বর (অষ্টমী), ৩০ সেপ্টেম্বর (নবমী) এবং ১ অক্টোবর (বিজয়া দশমী)—এই চার দিন রাতেও মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। অর্থাৎ, রাত ১১টার পর থেকে ভোর পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর মিলবে মেট্রো। যাত্রীদের সুবিধার জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে শহরের প্রতিটি প্রান্তে মানুষ নিশ্চিন্তে ঠাকুর দেখতে যেতে পারেন।

এই উৎসবের মরসুমে মেট্রো স্টেশনগুলোতে ভিড় সামলাতে কর্তৃপক্ষ বিশেষ স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে। এছাড়াও, যাত্রীরা যাতে ভিড় এবং সময় সম্পর্কে রিয়েল-টাইম তথ্য পেতে পারেন, তার জন্য ‘Metro Railway Kolkata’ অ্যাপ ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়েছে।

পুজোর আনন্দে শহরের পথে নামার আগে এই খবরটি নিঃসন্দেহে স্বস্তির। এখন শুধু প্রস্তুতি নিয়ে নিন, কারণ এই পুজোয় কলকাতা মেট্রো আপনার জন্য তৈরি রাত জাগার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *