৩ হেভিওয়েটের গ্রেফতারি দাবি! মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ

ভয়াবহ বন্যায় ১০ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তিন হেভিওয়েট নেতার গ্রেফতারি দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা কর্পোরেশনের শাসক দলের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, আবহাওয়া দফতর থেকে সতর্ক করা হলেও সরকার সাধারণ মানুষকে সতর্ক করার কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলস্বরূপ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। কোলাঘাটে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু এই মৃত্যুকে “পরোক্ষভাবে রাজ্য সরকারের দ্বারা খুন” বলেও আখ্যা দেন।

শুভেন্দু অধিকারী দাবি করেন যে, কলকাতা পুলিশ ও কলকাতা কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দল সাধারণ মানুষকে সচেতন করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, যে তিনজন স্ট্রিট লাইট বা ট্রাফিক লাইটের পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, তাদের মৃত্যুর জন্য ফিরহাদ হাকিম, নগরপাল মনোজ বর্মা এবং সিইএসসি-এর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা সরাসরি দায়ী। অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানান তিনি এবং ঘোষণা করেন যে মৃতদের পরিবারের মাধ্যমে এফআইআর ও জনস্বার্থ মামলা দায়ের করা হবে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন কর্মসূচিরও তীব্র নিন্দা করেন শুভেন্দু। তিনি আরও বলেন, এই সরকার মৃতের পরিবারকে গ্রুপ সি-তে ক্লার্কের চাকরি ও মোট ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *