লালকেল্লায় ‘লব-কুশ রামলীলা’ থেকে বাদ অভিনেত্রী পুনম পান্ডে, ভিএইচপি-বিজেপির তীব্র আপত্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি সহ একাধিক সংগঠনের প্রবল আপত্তির মুখে পড়ে দিল্লির লালকেল্লার ঐতিহ্যবাহী লব-কুশ রামলীলা থেকে বাদ পড়লেন বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে। এবারের রামলীলায় রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে তাঁর অভিনয় করার কথা ছিল। কিন্তু রামলীলা কমিটির এই ঘোষণার পর থেকেই তীব্র প্রতিবাদ শুরু হয়। বিভিন্ন সংগঠন ও গোষ্ঠীর আপত্তির জেরে শেষ পর্যন্ত উদ্যোক্তারা তাঁদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন।

রামলীলা কমিটির সভাপতি অর্জুন কুমার ও সাধারণ সম্পাদক সুভাষ গোয়েল জানান, প্রথমে পুনম পান্ডে এই চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন। কিন্তু এরপর একাধিক প্রতিষ্ঠান ও গোষ্ঠী আপত্তি জানায়। তাঁদের বক্তব্য, এই ধরনের বিতর্কের সঙ্গে যুক্ত একজন শিল্পীর উপস্থিতি রামলীলার পবিত্র উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে, যার মূল লক্ষ্য সমাজে প্রভু রামের বার্তা পৌঁছে দেওয়া।

বিতর্কের সঙ্গে পুনম পান্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারত জিতলে প্রকাশ্যে বিবস্ত্র হওয়ার মন্তব্য করে তিনি প্রথম আলোচনায় আসেন। এরপর আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স জেতার পর একই ধরনের ছবি পোস্ট করে আবারও বিতর্কের জন্ম দেন। সম্প্রতি নিজের মৃত্যুর মিথ্যা খবর প্রচার করে তিনি আরও একবার শিরোনামে আসেন। বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির মতো সংগঠনগুলি এই বিষয়গুলো তুলে ধরেই রামলীলায় তাঁর অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করে। যদিও প্রথমে রামলীলা কমিটি অভিনেত্রীর পক্ষে ছিল, কিন্তু প্রবল চাপের মুখে অবশেষে তাদের অবস্থান বদল করতে হয়। এখন মন্দোদরী চরিত্রে অন্য কাউকে বেছে নেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *