৯৩ ফুট হনুমান মূর্তি নিয়ে হঠাৎ কেন আপত্তি ট্রাম্পের দলের নেতার? পাল্টা তোপ আমেরিকার হিন্দু ফাউন্ডেশনের – এবেলা

এবেলা ডেস্কঃ
আমেরিকায় ৯০ ফুট উঁচু হনুমান মূর্তি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এবার সরাসরি আপত্তি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের টেক্সাসের রিপাবলিকান নেতা অ্যালেক্সজান্ডার ডানকান। তাঁর দাবি, খ্রিস্টান দেশে কেন একজন ‘ভুয়ো হিন্দু দেবতার’ মূর্তি থাকবে? ডানকানের এই মন্তব্যের পরই চরম অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়।
সরাসরি হিন্দু বিদ্বেষের অভিযোগ তুলে ডানকানের মন্তব্যের কড়া নিন্দা করেছে আমেরিকান হিন্দু ফাউন্ডেশন। ওই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ডানকানের মন্তব্য ‘উস্কানিমূলক’ এবং হিন্দু বিরোধী। এমনকি, তাঁর বিরুদ্ধে রিপাবলিকান নেতৃত্বের কাছে অভিযোগও জমা দিয়েছে সংগঠনটি। সোশ্যাল মিডিয়াতেও এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বহু মানুষ। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, মার্কিন সংবিধান সে দেশের প্রত্যেক নাগরিককে নিজস্ব ধর্মপালনের স্বাধীনতা দিয়েছে।
টেক্সাসে ৯০ ফুটের ওই ব্রোঞ্জের মূর্তিটি গত বছর উন্মোচন করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে কেন ডানকান এই মূর্তি নিয়ে এমন মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।