এই দুর্যোগের আভাস পর্যন্ত ছিল না: মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, আর সেই বিপর্যয়ের বলি হলেন ৯ জন। শহরজুড়ে জল জমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে এই দুর্যোগের কোনো পূর্বাভাস ছিল না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে তিনি সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসিকে দুষেছেন।

একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, আবহাওয়া দফতর এই পরিমাণ বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি। এখন আমাদের প্রধান লক্ষ্য মানুষের সুরক্ষা নিশ্চিত করা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিইএসসিকে বারবার বিদ্যুৎ লাইন ঠিক করার কথা বলা হলেও তারা কোনো কাজ করে না। সিইএসসি শুধু ব্যবসা করবে, আর দায় নেবে না— এটা হতে পারে না। এই দায়িত্ব তাদেরই নিতে হবে। যত দ্রুত সম্ভব তাদের লোক নামিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সিইএসসি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

অন্যদিকে, সিইএসসি’র এগজিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ ঘোষ এই বিষয়ে পাল্টা যুক্তি দিয়েছেন। তিনি জানান, মোট আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ঘটনা ঘটেছে বাড়ি বা কারখানার ত্রুটিপূর্ণ ওয়্যারিংয়ের কারণে। দুটি ঘটনা ঘটেছে স্ট্রিট লাইট পোস্টে হাত দেওয়ার কারণে, যা তাদের অধীনে থাকে না। এছাড়া একটি ঘটনা ট্রাফিক সিগন্যালের কিয়স্ক স্পর্শ করার ফলে ঘটেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক জায়গায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল, যা জল নামার পর আবার চালু করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *