খেলা ছেড়ে কি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছেন শ্রেয়স? বিসিসিআইকে চিঠি দিয়ে যা জানালেন ক্রিকেটার! – এবেলা

এবেলা ডেস্কঃ
আবারও আলোচনার কেন্দ্রে ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও এশিয়া কাপে জায়গা হয়নি। এর মধ্যেই হঠাৎ গুঞ্জন, লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতি চাইছেন তিনি। শোনা যাচ্ছে, বিসিসিআইকে চিঠি দিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন মিডল অর্ডার এই ব্যাটার। কারণ পুরোনো পিঠের ব্যথা, যা দীর্ঘ ফরম্যাটের খেলা থেকে তাঁকে দূরে রাখছে।
চিঠিতে শ্রেয়স পরিষ্কার জানিয়েছেন যে, পিঠের ব্যথার কারণে টানা চার দিনের বেশি খেলা তাঁর পক্ষে সম্ভব নয়। শরীর ক্লান্ত হয়ে পড়ছে এবং ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে চান না। ফিজিও ও ট্রেনারদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে চলতি চার দিনের সিরিজ থেকেও নাম প্রত্যাহার করে নেন তিনি, যা নিয়ে তখনই জল্পনা শুরু হয়।
সূত্রের খবর, নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকরও এই বিষয়টি খতিয়ে দেখেছেন এবং এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। বিসিসিআইয়ের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রেয়স নির্বাচকদের জানিয়েছেন যে আপাতত তিনি লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন। এতে তাঁর টেস্টে ফেরার সম্ভাবনা এখনই নেই, তবে ভবিষ্যতে ফিরতে পারেন।
এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় প্রভাব পড়বে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ২ অক্টোবর থেকে শুরু হতে চলা এই সিরিজে শ্রেয়সকে মিডল অর্ডারের অন্যতম ভরসা হিসেবে ভাবা হচ্ছিল। তাঁর অনুপস্থিতিতে নির্বাচকদের এখন নতুন করে বিকল্প খুঁজতে হবে।
প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও পিঠের ব্যথার কারণে শ্রেয়সকে মাঠের বাইরে থাকতে হয়েছে। এমনকি মুম্বই রঞ্জি দলের হয়ে খেলা নিয়েও একবার বিতর্ক তৈরি হয়েছিল, যখন তিনি চোটের কারণ দেখালেও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির রিপোর্টে নতুন করে কোনও চোটের উল্লেখ ছিল না।
এখন প্রশ্ন উঠছে, তাহলে কি পাকাপাকিভাবে টেস্ট ক্রিকেট থেকে সরে আসছেন শ্রেয়স? তাঁর মনোযোগ কি এখন শুধু সাদা বলের ক্রিকেটে? আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে তিনি যে নজর কেড়েছেন, তার পর তাঁর এই সিদ্ধান্ত নতুন করে বিতর্ক তৈরি করেছে। ভারতের টেস্ট স্কোয়াড কবে ঘোষণা হবে এবং শ্রেয়স কতদিন মাঠের বাইরে থাকবেন, তা নিয়ে এখন ক্রিকেট মহলে জোর জল্পনা চলছে।