বদলে যাচ্ছে জমির নিয়ম আপনার আবেদন কি বাতিল হবে – এবেলা

এবেলা ডেস্কঃ
বিহারে জমির নিয়ম বদলে দিল রাজ্য সরকার। এবার থেকে ভূমি রাজস্ব সংক্রান্ত সব আবেদন অনলাইনে করা বাধ্যতামূলক। ভূমি ও রাজস্ব সংস্কার দপ্তর থেকে এই নতুন নির্দেশিকা জারি হয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে পুরোনো অফলাইন আবেদন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার সিং সমস্ত বিভাগীয় কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটদের এই নির্দেশ দিয়েছেন। এর মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি করা। এখন থেকে আবেদনকারীদের ‘দাখিল-খারিজ’ এবং ‘পরিমার্জন প্লাস’ পোর্টালে আবেদন করতে হবে। অফলাইনে জমা পড়া আবেদনগুলোও অনলাইনে নথিভুক্ত করা হচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা তাঁদের আবেদন নম্বর ব্যবহার করে বিহার ভূমি পোর্টাল থেকে নিজেদের আবেদনের অবস্থা জানতে পারবেন। গত ১৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা রাজস্ব অভিযানে মোট ১২ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে, যা থেকে এই পদক্ষেপের প্রয়োজনীয়তা স্পষ্ট।